উত্তরদিনাজপুর

সমবায় ব্যাঙ্কসমুহের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়ায়

সমবায় ব্যাঙ্কসমুহের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় বিবেকানন্দ হলে। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এম ভি রাও এবং রাজ্যের সমবায় দপ্তরের আরসিএস আশিষ কুমার মন্ডল সহ আরও অনেকে। এদিন সম্মেলনে উত্তর থেকে দক্ষিনবঙ্গের সমস্ত সমবায় ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার, চেয়ারম্যান নিয়ে আজকের এই সমবায় ব্যাঙ্কসমুহের সম্মেলন। সম্মেলনের আলোচ্য বিষয় ছিল গ্রাহকদের আরও ভালো পরিষেবা দানের পাশাপাশি ব্যাঙ্কগুলির পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অরূপ রায়। এর পাশাপাশি সমবায় ব্যাঙ্কগুলির সমস্যার কথা শোনার পর তা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

            সমবায় মন্ত্রী অরুপ রায় জানান, রাজ্যের মূখ্য মন্ত্রীর অনুপ্রেরনায় সমবায় এখন অনেকটা এগিয়ে। সমবায়ের মাধ্যমে মানুষের উন্নতি করা যাবে। তার সাথে স্বনির্ভর দলের গোষ্ঠিগুলিকে বেশি করে লোন দিয়ে তাদের স্বনির্ভর করা যাবে। তারাও আগামী দিনে নিজেরা স্বনির্ভর হবে সমবায় সমিতি গুলির মাধ্যমে বলে জানান তিনি।